NEW POST লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওজুর পানির বিবরণ
ওজু করার জন্য পানি পবিত্র হওয়া অবশ্যক।এই সমস্ত পানি সাত প্রকার। যথা
1. আকাশের পানি। 2. সমুদ্রের পানি। 3. কুয়োর পানি। 4. বরফ গলা পানি। 5. নদীর পানি। 6. ঝর্ণার পানি। 7. শিলা বৃষ্টির পানি।
এছাড়াও হুকুমের দিক দিয়ে পানি পাঁচ প্রকার। যথা-
1. মাউল মুতলাক অর্থাৎ সেই পানি যা নিজে পাক এবং অপরকে পাক করতে পারে।
2. সেই পানি যা নিজে পাক এবং অপরকে পাক করতে পারে। কিন্তু ব্যবহার করা মাকরুহ। অর্থাৎ পশু পাখি যে পানি পান করেছে, যেটা আয়তন এ কম।
3. এমন পানি যা নিজে পাক কিন্তু অপরকে পাক করতে পারে না। কিন্তু নাপাকী দূর করার জন্য ব্যবহার করা জায়েজ।
4. নাপাক পানি, যার সাথে নাপাকী মিশে গেছে এবং পরিমাণে অল্প।
5. এমন পানি যা পাক করার বিষয়ে সন্দেহ আছে। অর্থাৎ গাধা বা খচ্চর পান করেছে।
নোট- যে পানির মধ্যে পাক করার সিফাত আছে সেই পানি দিয়ে ওজু করা যাবে। কিন্তু এই ধরণের পানি না পাওয়া গেলে প্রয়োজনে তায়াম্মুম করতে হবে।