Recent Blog Post

HADIS লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

  • হজরত আবু বকর ওয়ার রাক(রঃ)বলেন যদি পাঁচ বস্তু তোমার সাথে থাকে আর উক্ত পাঁচ বস্তুর সাহচর্য জানিতে পারলে নাজাত লাভ করিতে পারিবে।আর না জানিতে পারিলে বিনাশ প্রাপ্ত হইবে। তাহা এইযে-

       ১।আল্লাহ তা’আলার সঙ্গে অনুগত্য

       ২।নাফসের সঙ্গে বিরোধিতা

       ৩। শায়তানের সঙ্গে দুশমানি

       ৪।দুনিয়ার প্রতি ঘৃণা

       ৫।মানুষের প্রতি দয়া প্রকাশ করিলে তুমি নাজাত পাইবে।

          ইহার ব্যতিক্রম করিলে ধ্বংস প্রাপ্ত হইবে।


    কিয়ামতের দ্বীন নাজাত পাইবার জন্য করনীয় ...।

  • - Copyright © Haqqani Anjuman - Powered by Blogger - Designed by Rashidur Rahaman -