• বিনা পয়সায় দ্বীন দুনিয়ার শান্তি ও মঙ্গল

    হাক্কানী আঞ্জুমানের ওজিফা

    ওজিফা পড়িবার নিয়মঃ-প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে বা পূর্বে ওজুর সহিত আল্লাহ তায়ালার দিকে মন রুজু করিয়া নিম্নলিখিত ওজিফা পরিবেন।প্রথম দিন ওজিফা আরম্ভ করিবার পূর্বে দুই রাকাত নফল নামাজ পড়িয়া লইবেন।

    ওজিফাঃ-আউজবিল্লাহ ও বিসমিল্লাহের সহিত সুরা ফাতেহা,আমিন পর্যন্ত একবার।বিস্মিল্লাহের সহিত ‘এখলাস’ তিন বার, ‘সুরা ফালাক’এক বার, ‘সুরা নাস’এক বার।পরে হাক্কানী দরূদ শারীফ তিন বার। পড়িয়া নিম্ন লিখিত মোনাজাত করিবেন।(সমায় বুঝিয়া বিজোড় ভাবে আপনি যত বার ইচ্ছা আমল করিতে পারেন)।

    ওজিফার উপকারিতাঃ-এই ওজিফা অন্যান্য প্রচালিত ওজিফা সমুহের সার,নিতান্ত সহজ ও সংক্ষিপ্ত বলিয়া সকলেই ইহা আমল করিতে পারেন। ইহা পড়িতে অল্প সময় লাগে অথচ কেবল পাঁচ ওয়াক্তের ওজিফায় সওয়া আট খাতম কোরআন শারীফের জিল্লী সওয়াব হাসিল করা যায়।হক পথে থাকিয়া নিয়মিত আমল করিলে আল্লাহ তায়ালার ফাজলে দ্বীন দুনিয়ার সর্বপ্রকার শান্তি ও মঙ্গল হয় ও রুহানি তরক্কী লাভ হয়,আল্লাহ তায়ালা ও রসুল(সাঃ)এবং ওলি আল্লাহগণের প্রতি ইশক,মোহাব্বত,এতেকাদ,ও ভক্তি বৃদ্ধি পায়। স্বাপ্ন যোগে আম্বিয়া আওলিয়ার দর্শন লাভ হয়।মানব,জ্বিন,এর যাবতীয় অনিষ্ট ও যাদু টোনা হইতে নিরাপদ থাকা যায়।ধন জন মানের উন্নতি, রুজি রোজগারে বরকত ও ঋণ পরিশোধের উপায় হয়।প্রকাশ থাকে যে, যাঁহারা অন্যত্র মুরিদ আছে তাঁহারও এই ওজিফা পড়িতে পারেন।তার জন্য তাহাদিগকে সাবেগ পীর বা ওজিফা পরিত্যাগ করিতে হইবে না।

    হাক্কানী দরূদ শারীফঃ-আল্লাহুম্মা সাল্লে অসাল্লেম অ বারেক আলা আব্দেকার রাসুলিল কারিম রাহমাতাল্লিল আলামিন শাফিয়েল মুজনেবিন সাইয়েদেনা মাওলানা নাবিয়েনা মহাম্মদেদেঁও অ আলা আলেহি অ আহলে বায়তিহি অ আওলাদিহি অ জুরিয়াতিহি অ আজওয়াজিহি অ আসহাবিহি আওলীয়ায়েহি অ উম্মাতেহি আজমাইন কামাসাল্লায়তা অ সাল্লামতা অ বারেকতা অ রাহেমতা আলা সাইয়েদেনা ইব্রাহিমা অ আলা আলে সাইয়েদেনা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।

    মোনাজাতঃ- এলাহী রাহমত জিয়াদা কর তামাম আলমের উপর। এলাহী রাহমত জিয়াদা হাজরত মাওলানা সুফী মুফতী আজানগাছী (রহঃ)সাহেবের উপর।এলাহী রাহমত জিয়াদা কর আলেফারুকীর উপর। এলাহী রহমত জিয়াদা কর আস্তানা আজানগাছী ফারুকি মাঞ্জিলের উপর।এলাহী রহমত জিয়াদা কর আমার উপর এবং যাঁহারা এই ওজিফা পড়েন তাঁহাদের উপর আমীন। এই মোনাজাতের পর ইচ্ছা হলে আন্য মোনাজাতও করতে পারেন।




    Leave a Reply

    Subscribe to Posts | Subscribe to Comments

  • - Copyright © Haqqani Anjuman - Powered by Blogger - Designed by Rashidur Rahaman -