• আযানের সময় প্রিয় নবী কারীম(সঃ)এর নাম মোবারক শ্রবনে বৃদ্ধাঙ্গুলী চুম্বনের বিধান:-

    মানব জাতির জন্য প্রেরিত মহা গ্রন্থ আল কোরআনে এরশাদ হয়েছে,হে মানব জাতি! তোমরা আল্লাহ ও তাঁর রসূলের উপর ঈমান আন এবং রসূলের মহত্ত্ব বর্ণনা ও তাঁর প্রতি সন্মান প্রদর্শন করো।(সুরাহ আল ফাতাহ পারা-২৬,আয়াত-৯।

    উপরিক্ত আয়াতে নবী কারীম(সঃ)এর প্রতি সন্মান প্রদর্শন করার কথা বলা হয়েছে।আযানের সময় নবী কারীম(সঃ)এর নাম মোবারক শ্রবণ করে, কোন মুমিন যদি মুহাব্বাত সহকারে শ্রদ্ধাভরে দরূদ শরীফ পাঠ করে ও বৃধাঙ্গুল চুম্বন করে ঐ মুমিনের অন্তরে নবীজীর প্রতি গভীর শ্রদ্ধা মুহাব্বাত প্রকাশিত হয়, আর এটা সর্ব প্রথম হজরত আবু বকর সিদ্দিক(রাজিঃ)এর আমল করেছিলেন।

         পবিত্র হাদীস শরীফে এরশাদ হয়েছে, রসূল(সঃ)বলিয়াছেন, যে বেক্তি আযানের সমায় আমার নাম শ্রবন করল এবং তাঁর উভয় বৃদ্ধাঙ্গুলী দু চোখে রাখল আমি তাকে কিয়ামতের দিনে কাতারের মধ্যে খোঁজ করব এবং তাকে টানিয়া টানিয়া বেহেশ্তে নিয়ে যাইব।

    ü তাফসীরে জালালাইন-৩৫৭পৃষ্ঠা,

    ü রাদ্দুল মুহতার ১ম খন্ড-৩৯৮পৃষ্ঠা,

    ü কিফায়াতুল মুফতী ৩য় খন্ড-৮ পৃষ্ঠা,

    ü তরিকুল ইসলাম ছারছীনা লাইব্রেরী ১ম খন্ড-১৯২ পৃষ্ঠা।



    Leave a Reply

    Subscribe to Posts | Subscribe to Comments

  • - Copyright © Haqqani Anjuman - Powered by Blogger - Designed by Rashidur Rahaman -