• বিসমিল্লাহ হির রাহমানির রাহিম
                 শিশু বাচ্চারা হল নিউটনের তৃতীয় সূত্রের মত ,শিশুদেরকে যে ক্রিয়া দেখাবেন তার প্রতিক্রিয়া তারা দেখাবেই, যদি আপনি তাদের সাথে সৎ আচারন করেন তাহলে তারা আপনাকে এবং সকল বড়দের সন্মান করবে।নহেতু তারা আপনাকে এবং সকল বড়দের আসন্মান করবে এবং তাদের গুরুত্ব দেবে না।যেহেতু বাচ্চাদের উপর ও নামাজ ফারজ সেজন্য আমাদের তাদের কে আদরের সহিত মাসজিদে আনতে হবে। তাহলে এক না একদিন মুসুল্লি হয়ে যাবে ইনশাআল্লাহ।।
     
             আর আমরা যদি তাদের সাথে মসজিদে খারাপ আচারন করি তারা কোন দিন মাসজিদে আস্তে চাইবে না।ফলে তারা কোন দিন নামাজ পরবে না।আল্লাহ তায়ালা কোর'আন কারীম এর  SURAH TAHRIMএর ৬৬ নাম্বার আয়াত- ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা। এর অর্থ -তোমরা নিজে আগুন থেকে বাঁচো এবং আপরকে বাচাও। সেজন্য  তাদের কে ও মাসজিদ এ নিয়ে আসা জরুরি। কিছু মুছুল্লি আছে যারা বলে তারা নাকি নামাজে ব্যঘাত ঘাটাই।তাদের জানা উচিত তারা এখন বাচ্চা তারা এখন খেলা করবে দুষ্টুমি করবে তাদের তো ওটাই করার বয়স।তাছাড়া মাসজিদে শাইতান থাকে না সেজন্য তারা বেসি করে খেলা করে। মসজিদে তারা নিরাপদ থাকে সেজন্য তাদের বেশি করে মসজিদে নিয়ে যাওয়া উচিত।
         # তুরশকের বেশির ভাগ মাসজিদে একটা কথা লেখা থাকে সেটা হল-মহতারাম নামাজ পরার সমায় যদি পেছনের সারি থেকে বাচ্ছাদের খেলার আওয়াজ না পান তাহলে পরবর্তী প্রজন্মের বাপারে ভয় করুন।
        # এ বিষয় সৌদি আরবের সর্বচ্চো ফাতোয়া বোর্ডে প্রশ্ন করা হলে -আল্লামা শাইখ ইবনে উসাইমিন (রহঃ) বলেন,"শিশুরাও মানুষ তারা একসাথে বড়দের সাথে নামাজের জন্য দাঁড়ালে কোন রকম অশুবিধা হবে না।বরং তাদের তাড়িয়ে দিয়ে তাদের জাইগাটা দখল করাটা ভুল হবে।  
    যেহেতু বাচ্চাদের নামাজের কাতারে দাড়ানো জায়েজ আছে তাহলে আমাদের তাদের কে সাথে নিয়ে নামাজ পরা উচিত।
                 
         # রাসুল(সাঃ) বলেন ,যে আমাদের ছোটদের ভালোবাসে না এবং বড়দের সন্মান করে না সে আ-মার দলভুক্ত নয়। হাদিস -আবু দাউদ ,তিরমিযি,মুসনাদে আহমদ
           আসুন আমরা বাচ্চাদের স্নেহ করি এবং তাদেরকে মসজিদ এ নিয়ে যাওয়ার বাপারে উৎসাহিত করে ,তাদের কে একজন দীনদ্বার মুত্তাকি এবং সুনাগরিক হিসাবে গড়ে তুলি......।

                        লেখার মধ্যে কোন ভুল হলে আল্লাহ ওয়াস্তে মাফ করে দিবেন।এবং ভুল তা মার্ক করে কমেন্ট করবেন যাতে সংশধন করতে পারি। 


    Leave a Reply

    Subscribe to Posts | Subscribe to Comments

  • - Copyright © Haqqani Anjuman - Powered by Blogger - Designed by Rashidur Rahaman -